How to Forword Any Call to Another Device in Bengali

Share This:
5/5 - (1 vote)

নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই SHOBDOCHARI.COM এ। আমাদের অনেকেরই মনে হয় যে যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা অন্য কারো ফোনের কল যদি শুনতে পেতাম বার নিজের ফোনে আনতে পারতাম তাহলে খুব ভালো হতো। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ ট্রিক্স(Tricks) যেটি ব্যবহার করে তুমি যে কোন কারও ফোনের কল নিজের ফোনে আনতে পারবে।

আসলে এটি আমাদের ফোনের ই একটি ফিচারস একে বলা হয় কল ফরওয়ার্ডিং (Call Forword)। তো প্রথমেই বলে রাখি এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবে না শুধুমাত্র খুব দরকার হলে তখনই ব্যবহার করবে হলে তখনই ব্যবহার করবে। তো চলো দেখেনি –

কিভাবে করবেঃ-

এটি করার জন্য প্রথমে তোমাকে যার ফোনের কল তোমার ফোনে নিয়ে আসতে চাইছো তার ফোনটিকে একবার নিতে হবে, তারপর তার ফোনের ডায়াল প্যাডে (Dialer) যেতে হবে, যাবার পর সেখানে ডায়াল করতে হবে
**21* Your Mobaile Number # ( যে নাম্বার এ কল টি পাঠাতে চাইছ সেই নাম্বার টি)। এরপর ডায়াল(Dial) বাটান এ ক্লিক করো।

Screenshot 2020 07 29 16 10 28 196 com.android.contacts

সুবিধা-

এই কল ফরোয়ার্ডিং এর সুবিধা হল যার নাম্বার থেকে কল তুমি তোমার নাম্বার এ Forword করেছ, তার ফোনে কোনো কল এলে
সে যদি সেটা রিসিভ না করে তাহলে সেটি তোমার ফোনে চলে যাবে।
পোস্টটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর নিচে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।

Keyword- Call forwording, Mobaile call Setting, Tech News in Bengali.

Read More:  Airtel vs Jio - Who will Offer Best 5G Plans

Leave a Comment