স্বভাব

Share This:
Rate this Post post

সংক্রামনে রোগ ছড়ায়
স্বভাব দোষে মানুষ হারায়।
স্বভাব সবার শিখরে
মানুষ সবার মুখের।
পরহিংসা, পরচর্চা,
স্বভাব দোষে করে খরচা।
মানুষ হল স্বভাবের গোলাম
তাই স্বভাব দোষে করে সেলাম।
স্বভাব দোষে মানুষ তাই খুঁজে নিজের স্বার্থ।
কিছু না হোক সবাই চায় নিজের কেতার্থ।
ঔষধ দিলে রোগ ছাড়ে স্বভাব তবু ছাড়ে না যে!
স্বভাব দোষে মানুষ তাই নিজেকে রাখে সরল,
স্বভাব হলো এই দুনিয়ার গরলের চেয়েও গরল।

_ মনজিৎ নেমু

Read More:  ২0+ Best Bangla Romantic Premer Kobita ( বাংলা প্রেমের কবিতা )

Leave a Comment