এর পরের পাতা ( The Next Page)
স্বপ্নে সমাদরে চলেছিল এক খুশির
জোয়ারের যাত্রা
প্রজাপতির পাখায় রঙ মিশিয়ে
চলছিলাম দিগন্তকে বরন করতে
সেথায় এক আজানা পৃথিবীতে ছিলাম-
তুমি, আমি আর ক্রিকেট খেলা
সাদা মেঘে ভাসিয়ে ভেলা।
চললাম মোরা বহু দূরে
আজানা জগৎ ঘুরে ঘুরে
আলোর সন্ধানে......
হাসিতে আনন্দে স্রোতে ভেসে
যাচ্ছি মোরা দূর দেশে
উড়বো পাখির পাখায় পাখায়
সুন্দর তুমি এসে,
ক্রিকেট খেলার স্বপ্ন মেশে।
সেই স্রোতে ভাসা চলছিল ঠিক
যখন আসলো নতুন মোর, এক নতুন দিক।
যাতনা হেথাই ধরনি তল
ভাবছি হথাৎ, এ কি হল?
জানতে পারলে স্বপ্নে উড়ান
আশ্রুতে শিক্ত হয়ে ওঠে প্রান
জানালে হাসি মুখে "অতি গভিরে প্রবেশ নিশিদ্ধ"
ঠিক তারপর বুঝতে পারলাম,
কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলাম।
~ কলমে- স্বপ্নদ্বীপ দে।