খাবার চাই

Share This:
Rate this Post post
আমি এক রিক্সাওয়ালা
রিক্সা চালাই।
দিনের শেষে ২০০ টাকা আয়
ঘরে দশজন আছে লোকজন
বাবা -মা, ছেলে -বউ, আর ভাই -বোন।

আগে দিন চলত তবু
কোনো ক্রমে জবু -থবু
এখন তো আবার রাস্তাও ফাঁকা।
সরকার দিচ্ছে চাল
তাই নিয়ে কত্ত বাওয়াল।

শুনুন বাবু মশাই
অত শত বুঝিনা ভাই
পেটের জালার তো Lockdown নাই
তাই বাঁচতে চাই,
একটু খাবার চাই।
_সুমন পাত্র
Read More:  Premik Kobita Lyrics (প্রেমিক) | Joy Goswami

Leave a Comment