দশমীর সকালটা বেশ ভালোই কাটলো। আগের দিনে রাত্রে আরাধ্যা শুয়ে শুয়ে ভাবছিল ‘ বিজয়া দশমীর সিঁদুর খেলাটা কাল হইতো ভালোই হবে। ঘড়িতে তখন সকাল সাতটা, আদিত্য এই মাত্র বাড়ি ফিরল। স্নান করে বিজয়া দশমীর প্রণামটা সেরে ফেলল, এই কাজটা বরাবরই ও সকাল সকালই করে।
আরাধ্যা পুজোর কদিন বাড়িতে একাই থাকে, আদিত্যকে যে পুজোর কদিন মণ্ডপেই থাকতে হয়। যাই হোক দুজনেই একসাথে ব্রেকফাস্ট সারলো। আদিত্য আবার ছুটল মণ্ডপের কাজে, বিসর্জন হবে যে ! আরাধ্যা আবার তার দুপুরের খাবার তৈরি করতে লাগলো।
সব কাজ শেষ হয়ে গেল, আরাধ্যা স্নান করে রেডি হলো, আদিত্য আসবে তাকে নিয়ে যাবে সিঁদুর খেলায়। এটা তার খুব মজা লাগে। বেলা বাড়তে লাগলো সে পথ চেয়ে বসে রইল কিন্তু আদিত্য তাকে আর নিতে এলো না। আরাধ্যার মনে মনে খুব কষ্ট হলো, রাগ হচ্ছে, দু- চোখে জল ভরে এলো।
এই সময় ফোনে রিং বেজে উঠলো , কেমন যেন একটা বিদায়ের স্বর শোনালো। ফোনটা ধরতেই ওপার থেকে একটা স্বর ভেসে এলো “আমি দুপুরে আর খাবো না , রাত্রে বাড়ি ফিরবো, রাখছি”।
People aslo Search– Bengali Festival, Durga pujo, Bijoya doshomi, Bengali Short Story