Kanamachi Lyrics – Somlata Acharyya Chowdhury

Share This:

Kanamachi Lyrics by Somlata Acharyya Chowdhury

Kanamachi is a new Popular Bengali song. This song is sung by Somlata Acharyya Chowdhury. Music composed by Sudipto Buti Banerjee.

Kanamachi Song Lyrics In Bengali

কিছু কথা কখনোই বলা যায় না
বুঝে নিতে হয় নিজেকে,
একঘেয়ে ভালোবাসা আর যায় না
ঠেকে তবেই লোকে শেখে।
আমাদের ভেতর আমি কোথাও নেই
পুরোটা জুড়ে আছো তুমি,
রাস্তা কোথাও তো শেষ হতোই
কখন পেরিয়ে গেছো লিমিট।

স্মৃতিরা নিভে যাবে
দাগ সব মুছে যাবে,
তুমি কি বদলে যাবে ?..

তোমায় ছাড়া ভালো আছি
নিজের অনেক কাছাকাছি,
নিজের মতো এই বেশ আছি
ভালো-মন্দে কানামাছি।।

নষ্ট করে ফেলেছি অনেক সময়
চলে গেছে আর ফিরবেনা,
কষ্ট পেয়েছি যতটা মনে হয়
এখন সামলানো যাবে না।
যা পড়ে ছিলো তাই যত্ন করে
আগলে রেখেছি কাছে,
পুরোনো অভ্যেস যাচ্ছে ঝরে
আমার কারণ আমি নিজে।

ঘুম আসে রাতের সাথে
হলে ভোর, আলো মেখে
আয়নায় নিজের চোখে ..

তোমায় ছাড়া ভালো আছি
নিজের অনেক কাছাকাছি,
নিজের মতো এই বেশ আছি
ভালো-মন্দে কানামাছি।

স্মৃতিরা নিভে যাবে
দাগ সব মুছে যাবে,
তুমি কি বদলে যাবে ?..

তোমায় ছাড়া ভালো আছি
নিজের অনেক কাছাকাছি,
নিজের মতো এই বেশ আছি
ভালো-মন্দে কানামাছি।।

 

Leave a Comment