Premik Kobita Lyrics (প্রেমিক) | Joy Goswami


জয় গোস্বামী: – জয় গোস্বামী একজন ভারতীয়, বাঙালি, বাংলা ভাষাই লেখা কবি। তিনি তার লেখার মাধ্যমে তাঁর প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ বাঙালি কবি হিসেবে বিবেচিত হন।

Joy Goswami: Joy Goswami is an Indian poet. He was considered one of the most important Bengali poets of his generation by his writing and poems.

 

Premik Kobita Lyrics (প্রেমিক) By Joy Goswami

 

তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটা দিয়েছিলে একদিন
আজ খুলতেই দেখি তার মধ্যে এক কোমর জল।
পরের পাতায় গিয়ে সে এক নদীর অংশ হয়ে দূরে বেঁকে
গেছে।

আমাকে তুমি উদ্ভিদ ভরা যে বইটা দিয়েছিলে
আজ সেখানে এক পা-ও এগোনো যাচ্ছে না, এত জঙ্গল।
গাছগুলো এত বড় হয়েছে যে মাটিতে আলো আসতে
দিচ্ছে না।

তুমি আমাকে ঝর্ণা শেখবার যে বইটা দিয়েছিলে
আজ সেখানে মস্ত এক জলপ্রপাত লাফিয়ে পড়ছে
সারাদিন।

এমনকি তোমার দেওয়া পেজ-মার্কের সাদা পালকটাও
যে বইতে রেখেছিলাম, সেখানে আজ
কত সব পাখি উড়ছে, বসছে, সাঁতার কাটছে।
তোমার দেওয়া সব বই এখন মরুভূমি আর পর্বতমালা,
সব বই আজ সূর্য, সব বই দিগন্ত …

অথচ আজকেই যে আমার লাইব্রেরি দেখতে আসছে বন্ধুরা
আমার পড়াশোনা আছে কিনা জানার জন্য! তাদের আমি
কী দেখাবো? তাদের সামনে কোন মুখে দাঁড়াবো আমি!

Read in Another Langauge –


Leave a Comment