নেতাজি – বাংলা কবিতা । Netaji Bengali Poem Lyrics

Share This:
Rate this Post post

নেতাজি

যখন থেকে জ্ঞান হয়েছে,
নেতাজী, তোমায় ভালোবেসেছি
তোমার মন্ত্রে হয়ে অনুপ্রাণিত
দেশকে ভালোবেসেছি।

তুমি লড়েছিলে
মায়ের প্রতি ভালোবেসে,
তুমি লড়েছিলে
মায়ের মুক্তি সাধনে;
তুমি চেয়েছিলে
আগামী প্রজন্মের সুস্থ জীবন,
তুমি লড়েছিলে
নিঃস্বার্থভাবে, ভারতবাসীকে দিতে সুন্দর ভুবন।।

ভারতের স্বাধীন সূর্য
ডুবেছিল সেই পলাশির প্রান্তরে-
সে সূর্য আবার 1947 শে
উঠল সেজে নূতন সাজে
ত্রিরঙ্গিত বর্ণে।
তোমার এই স্বপ্নে দেখা ভারত
তোমার কল্পিত এই ভারত
শুধু তুমি-ই দেখতে পেলেনা
তোমার দু-চোখ ভরে!
তুমি আসো ফিরে, তুমি উঠ জেগে
তোমাকে প্রয়োজন আজ
যুবসমাজেতে।

তুমি আবার শোনাও বাণী,
তুমি আবার শেখাও মন্ত্র,
আবার গর্জে উঠুক এই যুবতন্ত্র।
আজ আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক
বলতে ইচ্ছা করে না,
এখনও কিছু রয়ে গেছে
ইংরেজের থেকেও ভয়ঙ্কর
মুখোশধারী কালনাগেরা;
আজ এই ভারতবাসীরা তাদের বিষে
মরছে দগ্ধে-দগ্ধে।
আজ আবার পড়েছে তোমারে প্রয়োজন

তুমি আসো,
জাগিয়ে তোল যুবসমাজেরে,
তৈরি কর তাদের রণ সাজ।
তুমি আসো,
ধংস কর মুখোশধারী বিষাক্ত কীটের সাজ।
আর একবার তুমি গড়ে দিয়ে যাও
তোমার স্বপ্নের ভারত,
আর একবার তুমি গড়ে দিয়ে যাও
আগামী পথিকের চলার পথ।।

 

_ মনোজিৎ নেমু

Read More:  Valo Achi poem Lyrics (ভালো আছি) Rudranil Ghosh

Leave a Comment