সেদিন বিশ্বকর্মা পুজো ছিলো।সারাদিন ধরে রক্তিম ঘুড়ি উরিয়েছে।বড্ড ক্লান্ত লাগছিলো তার তাই বাড়ি এসে শুয়ে পড়ল।ঠিক করে খাওয়া দাওয়া নেই, কারন বন্ধুদের সাথে প্রতিযোগিতা ছিল তার।জিতেছে অবশ্য তার দল।
ঘুমটা প্রায় লেগেই গিয়েছিল। হঠাৎ তার মনে হল কেউ যেন তাকে ডাকছে । জানলার দিকে চোখ গেল তার,সে স্পষ্ট দেখল একটা ছায়ামূর্তি দাড়িয়ে। দরদর করে ঘামতে শুরু করল সে। ঘরের আলো নিভে গেল। একটা ভ্যাপসানি গন্ধ ভেসে এল, রক্তিম চেঁচাতে গিয়েও পারলো না। ছায়ামূর্তি তার দিকে এগিয়ে এলো।
রক্তিম জ্ঞান হারাল।
(part 1)
~কলমে- সুদীপ্তা হালদার