১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতবর্ষ টানা ২০০ বছর পর ব্রিটিশ শাসনের অত্যাচারের হাত থেকে মুক্তি পায়। একের পর এক আন্দালন, বিপ্লব ও বহু রক্তক্ষয়ের পরআমরা এই স্বাধীনতা পেয়েছি। কিন্তু তখনকার ভারত আজকের মত ছিলনা। স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে ব্রিটিশরা ধর্মের ভিত্তিতে অখণ্ড ভারতকে ভাগ করে দেয় এবং তার ফলে ভারত ও পাকিস্তানের জন্ম হয়।
১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফলে ব্রিটেনের কোষাগার পড়াই শূন্য হয়ে পড়ে। এই অবস্থাই ব্রিটিশ সরকারের পক্ষে ভারতে রাজনৈতিক অস্থিরতাকে সামাল দেওয়াবা ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনিকে ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তাই ব্রিটিশ সরকার ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর সিধান্ত নেন,এবং অবশেষে আজকের এই স্বাধীন ভারতের জন্ম হয়।
Happy Independense Day Quotes In Bengali:
এখানে রয়েছেঃ-
১। ভারত আমার ভারতবর্য
3. চল নাগরিক
3. ধন ধান্য পুষ্প ভরা
4. পরাধীনতার ব্যথা
5. দেশের জন্য বলিদান
6. একই দেশ
7. বাঙালি গাথা
Happy Independense Day Quotes In Bangla With Image – স্বাধীনতা দিবস
১৯৪৭ সালের ১৫ আগস্ট জহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করেন এবং এরপর তিনি
দিল্লির লাল কেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন।
এর পর থেকে প্রতি বছর ১৫ আগস্ট ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন
এবং এই দিনটিকে ভারতের স্বাধীনটা দিবস হিসাবে পালন করা হয়।
১। ভারত আমার ভারতবর্য
ভারত আমার ভারতবর্য
স্বদেশ আমার স্বপ্ন গো
তোমাতে আমরা লভিয়া জনম
ধন্য হয়েছি ধন্য গো ||
3. চল নাগরিক
চল চল চল!
ঊর্দ্ধ গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।
3. ধন ধান্য পুষ্প ভরা
ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা,
ওসে স্বপ্ন দিয়ে তৈরী সেদেশ স্মৃতি দিয়ে ঘেরা।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।
Happy independense day quotes in bengali 2022 with images
4. পরাধীনতার ব্যথা
অত্যাচারী বিদেশী এসে,
কেড়ে নিল স্বাধীনতা,
বুঝলেন কবি ভারত মায়ের
পরাধীনতার ব্যথা।
5. দেশের জন্য বলিদান
দেশকে যাঁরা করিল স্বাধীন
প্রাণ দিল বলিদান,
ফাঁসির মঞ্চে প্রাণ দিল যাঁরা
গাহি তাদের জয়গান।
6. একই দেশ
আমাদের একই ভাষা আমাদের একই দেশ
সহজ সরল মায়া মমতায় নাইকো যার শেষ।।
7. বাঙালি গাথা
বাংলার বীর জোয়ান ছেলে,
গাহে ভারত মাতার জয়,
বিদেশীদের বুঝিয়ে দিল
বীর বাঙালী তুচ্ছ নয়।
Also Read: Celebrity Biodata
Nice