বঙ্গোপসাগরের দক্ষিণে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বর্তমানে চেন্নাই থেকে প্রায় ৬৩০ কিমি দক্ষিণ পূর্বে অবস্থান করছে যা সাইক্লোনের রূপে এগিয়ে আসছে।
ইরানের তরফে এই সাইক্লোনের নাম দেওয়া হয়েছে ‘নিভার’। ঘূর্ণিঝড় নিভারের সাথে সাথে ঝড়, বৃষ্টি ও ঝোড় হাওয়া ধেয়ে আসবে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্র উপকূলে। সরকারের তরফ থেকে মৎসজীবীদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে । লাল সতর্কতা জারি করা হয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, ও অন্ধ্র উপকূলে।কমলা সতর্কতা জারি করা হয়েছে তেলেঙ্গানা, দক্ষিণ কর্নাটক ও রায়ালসীমা তে৷ নিভার ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে ধেয়ে আসছে ১০০/১২০ কিমি প্রতি ঘন্টায়। সোমবার রাত থেকেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা আছে।
সাইক্লোনের মেঘ শ্রীলঙ্কার উত্তরপূর্ব ভাগ ও তামিলনাড়ুর উপরে ক্রমাগত এগিয়ে আসছে যা দেখা গেছে দেখা গেছে স্যাটেলাইট চিত্রে। আই এম ডি র তরফে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশকে সতর্কতা জারি করা হয়েছে। সোমবার রাতে প্রবল হাওয়া, তারপর ঝড় বৃষ্টির মাধ্যমে সাইক্লোনের দাপট শুরু হবে। চলতি বছরে মে মাসে আমফান সাইক্লোনের পর এবার সাইক্লোন ‘নিভার’ আসতে চলেছে।