করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ সাংবাদিক মহল

Share This:
Rate this Post post

প্রয়াত বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে ৯.২৫ নাগাদ কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জি-২৪ ঘণ্টার সম্পাদক। গত ১৪ই এপ্রিল করোনার রিপোর্ট পজিটিভ এসেছিল অঞ্জনবাবুর। অবশেষে দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিক জীবনের সমাপ্তি ।

করোনায় আক্রান্ত হওয়ার পর পর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল খানিক সুস্থ হওয়ার পর তিনি বাড়ি ফিরে আসেন। কিন্তু পোস্ট কোভিড জটিলতা দেখা দেওয়ায় শারীরিক অবস্থার অবনতি হয়। অনেক দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ভেন্টিলেশনে ছিলেন তিনি। তবে শেষরক্ষা হলো না রবিবার রাত ৯টা ২৫মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অকাল প্রয়ানে শোকপ্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালসহ আরো অনেকে।

Read More:  "Dobaaraa Doesn't Undermine The Intelligence Of The Audience"

Leave a Comment