Saraswati Puja Poem In Bengali 2023 – সরস্বতী পূজা কবিতা


সরস্বতী পূজার কবিতা / ছড়া

এসো  মা  সরস্বতী
        – গৌতম  মণ্ডল
 শীতের আঁচল সরিয়ে মাগো –
  এসো মা আজ সবার  ঘরে ৷
বিদ্যালয়ে  জ্ঞানের  প্রদীপ
   জ্বলুক  আবার  নতুন করে ৷
তোমার আসার পথটি চেয়ে
  হাজার   ছাত্র  ছাত্রী ৷
ভরিয়ে দাও  মা  শিক্ষাঙ্গন
   তুমি যে  বিদ্যাদাত্রী ৷
তোমার হাতের তারের বীণায়
   জেগে  উঠুক  নতুন  সুর ৷
সেই  সুরেরই  রশ্মি – ছটায়
   ভাসুক  আলোর  সমুদ্দুর ৷
মঙ্গল ঘট  পাতছি  মাগো
    দাও জ্বেলে  দাও জ্ঞানের বাতি ৷
আর  কতোদিন  থাকবো দুখে ?
    কাটবে কবে  আঁধার রাতি?
আঁধার  কেটে  উঠুক  রবি
  আসুক  প্রভাত  নতুন  ভোর ৷
সেই  প্রভাতের  প্রত্যাশাতেই
   খুলুক  এবার  বিদ্যা-  দোর ৷

সরস্বতী পূজা নিয়ে কবিতা 2023

দেবীও নারী
– রূপবালা সিংহ রায়
সরস্বতী বিদ্যাবতী বল মা তুই আমায় দেখি ?
সকল খানে আজও আমায় সবাই কেন দেয় মা ফাঁকি ?
যুগ যুগ ধরে সবাই তোকে দেবী মানে মনে প্রাণে
আমার বেলায় তবে কেন সবাই শুধু পিছু টানে ?
বুদ্ধিদাত্রী বীণাপাণি বিদ্যার দেবী তুই মা নারী ,
কেবলমাত্র নারী বলেই আমি আমার পড়া ছাড়ি ।পড়তে নারী মন খুলে মা ইচ্ছামত ডিগ্রী নিতে ,
একটুখানি বড় হলেই বাবা-মা চায় বিয়ে দিতে ।
বিয়ের পরে বলে সবাই বাড়ির বউ আবার পড়ে নাকি
সংসার করো মনটা দিয়ে অত পড়ে হবে টা কি ?
আবার জানিস সময় হলে ছাড়েনা মা শোনাতে কথা ,
খোঁটার বহর শুনলে পরে তোরও যে হবে মাথা ব্যাথা।
তুইতো মা তোর বীণা নিয়ে গান যে করিস গলা ছেড়ে
আমি যদি গান করি মা আমার বীণা নেয় মা কেড়ে
বাবাও যদি শেখায় গান একটুখানি মনে হলে ,
সেই বাবাই ছাড়ায় গান বৌমা তার গায়িকা হলে।
কত লড়াই লড়বো বল মা হাঁপিয়ে যাই মাঝে মাঝে ..
বাধা আমার সবখানে মা  সকল পথে সকল কাজে ..
আর কতদিন লড়তে হবে জানিনা মা এই বিশ্বতে ?
নারী-পুরুষ সমান হবে না জানি কোন দৃশ্যতে ..
পারিসনা মা বদলে দিতে মানুষগুলোর ভাবনাকে ,
তবেই তো মা করবো পূরণ আমি আমার ইচ্ছাকে.

Leave a Comment