Bilombit Song Lyrics by Tathagata
এই রোদের পাশে ছায়া, ভীষণ দমকা জোলো হাওয়ায়
আজ তোমার ঘরে ঠান্ডা এলেও, ওদের ঘরে শীত –
শুধু ঘুম পাড়াবো বলে
তোমায় ডাকছি আমি কোলে(২)
কানে কানে শুনিয়ে দিতে একটু বিলম্বিত
তোমার কানে কানে শুনিয়ে দিতে একটু বিলম্বিত ।।
বলো এর বেশি কি চাওয়া-
শুধু দু, একটা গান গাওয়া (২)
তোমার ঐশ্বরীক তিনটে চোখের দূরত্ব কিঞ্চিৎ ।
যদি গলায় পড়ি ফাঁসি
হেসে জাতিস্মরের হাসি (২)
তুমি দুঃখ ভুলে রাত বিরেতে শুনিয়ো বিলম্বিত ।।
আরো শব্দ শোনা যাবে, হয়তো কয়েকটা দিন বাদে
সব পুরোনো সংবাদে এই আদুরে জঞ্জাল-
যদি মৃত্যুমুখী ফানুস ,
এই হাওয়ায় ভাসে তখন (২)
হয়তো কপাল জোরে দেখতে পারো তাদের সর্বনাশ।
আমার তোমায় ছোঁয়া বাকি,
তোমার চোখের-মুখের আদল-
তবু আঁকড়ে ধরে রাখি, তোমার ভেজা শাড়ির আঁচল।
এই চায়ের কাপের চুমুক,
একটু ঘুম হারিয়ে ঝিমুক
তার উত্তেজনায় মুহূর্তরা,
হারায় দিকবিদিক।
তাই তোমার মুখের আদল, আনে সংলাপেতে বদল(২)
তখন সুযোগ বুঝে শুনিয়ো নাহয় একটু বিলম্বিত।(২)
তখন সুযোগ বুঝে শুনিয়ো নাহয়…।।