Valo Achi poem Lyrics (ভালো আছি) Rudranil Ghosh


Valo Achi poem Lyrics

ভালো আছি…..
ভালো আছি…হুম…. ভালো আছি

মধ্যবিত্ত দাদা!
হাঁটলে চটিতে কাদা!
এ ঘর ও ঘর জুড়ে দিব্যি কাটাচ্ছি
অফিস খুলবে কবে ভগবান‌ও বলেনি,
টেনশন নিয়ে আমি রোজ মরি বাঁচি ।

ভালো আছি…..হুম…….ভালো আছি

সরকার বলেছে বাইরে যাবে না তুমি
ঘ্যাঁক করে করোনায় কামড়ে দেবে
ডাক্তার বলেছে মাস্ক পরো দিনরাত
স্যানেটাইজার দিয়ে রোজ হাত ধোবে ।
ধুয়ে ধুয়ে হাজা হোক, মরে গেলে চলবে না
তুমি হলে সচেতন নাগরিক
খালি পেটে মরে যাও, করোনায় মোরো না
তুমি হ‌ও সেনাপতি সামরিক ।
বাঁচতে যে হবে ভাই আমিও করছি তাই
হেঁচে কেশে কেনো আমি মরবো?
মধ্যবিত্ত দাদা, ফ্যামিলিতে পাঁচজন
বার খেয়ে কেনো শুলে চড়বো?

ব্ল‌্যাকে আমি মদ কিনি….
ব্ল‌্যাকে আমি মদ কিনি
ঘুষ দিয়ে সিগারেট,
আগুন দামেতে কিনি সবজি
এভাবেই চলে যদি মাত্র আরেক মাস,
দেনাতেই ডুবে যাবে কবজি ।
হাতে হ্যারিকেন হবে
ব‌উ ছেড়ে চলে যাবে
ফাঁকা ঘরে উঁকি দেবে মশা-মাছি
জানলার গ্রীল ধরে
চেল্লাব পাড়া জুড়ে

ভালো আছি………ভালো আছি……
ভালো আছি……..ভালো আছি……

মদের লাইনে আমি দাঁড়াতে লজ্জা পাই
নিউজ চ্যানেল করে ঘুরঘুর
টুক করে ছবি তুলে বিখ্যাত করে দিলে
ব‌উয়ের ধ্যাতানি আছে ভরপুর ।
ছেলে করে ঘ্যানঘ্যান! মেয়ে করে ফেসবুক
মা-ব‌উ পুরনো সিরিয়াল,
আমি করি পায়চারি, এ ঘর, ও-ঘর জুড়ে
আমি শ্রী সুশান্ত পারিয়াল ।

মধ্যবিত্ত দাদা! চিত্ত ঠা‌ণ্ডা আছে
দুম করে আমি আর রাগি না ।
দুধের ডাব্বা নিয়ে খাটাল যেতাম ভোরে
আজকাল অত ভোরে জাগি না ।
ব্যাঙ্কের পাসব‌ই দুবেলাই চেক করি
রোজ রোজ কত করে কমছে,
কমছে মাথার চুল
হয়ত চোখের ভুল
চোখের কোনেও কালি জমছে ।

স্বেচ্ছাসেবীর দল চাল-ডাল দিতে আসে
মাঝে মাঝে মনে হয় নিয়ে নিই
মধ্যবিত্ত তো, সম্মানে লাগে খুব
ইগো নিয়ে ’লাগবে না’ বলে দিই ।
টিভি খুলি মাঝে মাঝে
মন দিয়ে শুনি সব
দেশ জুড়ে কে কোথায় মরছে!
মরার হিসেব নিয়ে ক্যাঁচাল হচ্ছে খুব
সরকার‌ও নাকি হেভি লড়ছে ।
কবে যে মিটবে সব ই.এম.আই দিতে হবে
পাওনাদারের হাতে বড়ো কাঁচি
মধ্যবিত্ত দাদা! নিত্য ঝামেলা দেখি
অকারন করি না গো নাচানাচি!

ভালো আছি………..ভালো আছি

পলিটিক্স ভয় পাই, লড়ার সাহস নাই
যে যা বলে মন দিয়ে শুনে যাই
সেলফি তুলতে গেলে, হাত কাঁপে থরথর!
পটি পায়! তুমি ভালো থেকো ভাই ।
ও! এইসব কেটে গেলে, একদিন এসো চলে
আমি থাকি তোমাদের কাছাকাছি,
এক কাপ চা খেও
খেয়েই খিস্তি দিও
মেনে নেবো, এ ভাবেই বেঁচে আছি ।

ভালো আছি……হুম…… ভালো আছি

ভালো লাগলে নিজের বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন।ভালো থাকবেন আর সাথে থাকবেন।Thank You…


Leave a Comment