Bonolota Sen (বনলতা সেন) Bengali Poem Lyrics |জীবনানন্দ দাশ


Bonolota Sen Poem Lyrics by Jibanananda Das :

Bonolota Sen Bengali Poem Written by Jibanananda Das. Same Poem Bonolota Sen Bangla Kobita(Bengali poetry) Abritti Lyrics Recitation by  Soumitra Chatterjee, And Many Various Artists In Their Own Way.

Poem Name : Bonolota Sen
Written by : Jibanananda Das

 

Bonolota Sen Poem perfect Lyrics In Bengali :

হাজার বছর ধরে
আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে
নিশীথের অন্ধকারে মালয় সাগরে,
অনেক ঘুরেছি আমি
বিম্বিসার অশোকের ধূসর জগতে,
সেখানে ছিলাম আমি
আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে,
আমি ক্লান্ত প্রাণ এক
চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো
নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য,
অতিদূর সমুদ্রের পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা,
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে
দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে
বলেছে সে, এতদিন কোথায় ছিলেন?
পাখির নীড়ের মতো চোখ তুলে
নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে
শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে
ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল,
পৃথিবীর সব রং নিভে গেলে
পাণ্ডুলিপি করে আয়োজন,
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল
সব পাখি ঘরে আসে
সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন,
থাকে শুধু অন্ধকার
মুখোমুখি বসিবার বনলতা সেন।

Bonolota sen poem bengali Lyrics:
Hazar bochor dhore
ami poth hatitechi prithibir pothe
singhol somudra theke
nishither ondhokare maloy sagore
onek ghurechi ami
bimbisar ashoker dhusor jogote
sekhane chilam ami
aro dur ondhokare bidorbho nogore
ami klanto praan ek
charidike jiboner somudro sophen
amare du dondo shanti diechilo
natorer bonolota sen.


Leave a Comment