একবার একটি লোক ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন এবং তার সাথে দুটো ছোট ছোট ছেলেও ছিলো।লোকটি জানলার দিকে তাকিয়ে ছিলেন এবং দেখে মনে হচ্ছিল যেন তিনি অন্যমনস্ক হয়ে আছেন।
এদিকে তার দুটো ছেলে ট্রেনের কামরার মধ্যে এদিক ওদিক ঘুরছিল এবং বাকি যাত্রীদের জিনিসপত্র এলোমেলো করে দিচ্ছিল।এর ফলে অন্য যাত্রীরা খুব বিরক্ত হচ্ছিলো কিন্তু তাদের বাবা কোনোকিছু না দেখে এক মনে জানলার দিকে তাকিয়ে ছিল।
কিছুক্ষন পর বিরক্ত হয়ে এক যাত্রী বললেন ‘আরে আপনি কেমন বাবা! আপনার ছেলে এত অন্যায় করছে আর আপনি চুপচাপ জানলার দিকে তাকিয়ে আছেন।
এর উত্তরে লোকটি বললেন ‘আমি এখন হাসপাতাল থেকে ফিরছি, কিছুক্ষন আগে আমার স্ত্রী মারা গেছেন, আমার ছেলেরা এত ছোট যে ওরা বুঝতেই পারছে না যে ওদের মা আর নেই।
আসলে আমাদের জীবনে এরকম অনেকে ঘটনাই বাসে বা ট্রেনে ঘটে। তাই কাওকে কিছু বলার আগে একবার যাচাই করে নিন ওই ব্যক্তি এখন কিরকম পরিস্থিতিতে আছেন।