Phire Ase Kobigaan Lyrics (ফিরে আসে কবিগান) Jayati Chakraborty

Share This:
Rate this Post post

Phire Ase Kobigaan Song is sung by Popular Bengali artist Jayati Chakraborty. This song is composed by Prattyush Banerjee.

তুমি ছেড়ে গেছো কতদিন
মনে হয় আজও পাশে আছো,
যখনই অসময়।

বেলা বাড়ে,
ছায়া হয়ে থেকো, সরোনা
বধূ মিছে রাগ করোনা, করোনা।।

বিরহের কিছু নেশা আছে যেন
না চাহিয়া তারে চাহি রে,
মায়া অভিমানে পসরা বিছানো
কোলাহল থেকে আহিরে।

চলে যাওয়া টুকু পথের দুপাশে
জেগে থাকা যেন জোনাকি,
এতো সুর ছিল দুহাতে পরানো
তবু গান শুনবোনা কি।

তাই ভেবে আজও বাড়িয়েছি হাত
না চাহিলে তারে ধরোনা।
বধূ মিছে রাগ করোনা, করোনা।।

বেশি দূরে কেউ যেতে পারেনা কি
এক হয়ে কাছে বসে কি,
ফিরে ফিরে আসে কবিগান তাই
শ্রাবনে অথবা বোশেখে।

ছিল যত কিছু পুরাতন চাওয়া
ভেসে গেছে হৃদবহ তাই,
এখন নতুনে কি হবে উপায়
একবার শুধু কহ তা।

প্রেম বলে সখী মোর যাওয়া ভালো
মন বলে না না মরো না।
বধূ মিছে রাগ করোনা, করোনা।

মম মন বুঝে দেখো মনে মনে
মনে রেখো, করো করুনা।
বধূ মিছে রাগ করোনা, করোনা।।

Read More:  Tomay Hrid Majhare Rakhbo Chere Debo Na Lyrics ( তোমায় হৃদ মাঝারে ) Bengali Folk Song

Leave a Comment